কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা/বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ বেলা ১১ টায় বনাঢ্য র্যালি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিসদ প্রাঙ্গণে এসে আলোচনার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান কাজি রফিকুল ইসলাম বাটুলের সভাপতিত্বে ও ইউপি সচিব মহসিন কবীরে সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন গাজি, ইউপি প্যানেল চেয়ারম্যান মাহাফুজা খাতুন খুকু, ইউপি সদস্য খলিলুর রহমান, জি,এম আকবার কবীর, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, রাজিয়া সুলতানা, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার, নবযাত্রা প্রকল্পের দূর্যোগ ব্যবস্থাপনা কম্পনেন্টের ইউপি এফএফ শারমিন আক্তার, ওয়াস কম্পনেন্টের ইউপি এফএফ রুমানা হক প্রমূখ।