এসভি ডেস্ক: ৩ কেজি রূপাসহ এক যুবককে আটক করেছে কলারোয়া থানা পুলিশ।
শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এসআই ইস্রাফিল ও এএসআই সাগর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দমদম রোড থেকে তাকে আটক করেন।
আটক যুবকের নাম মেজবাহ উদ্দীন(২৫)। তিনি কলারোয়ার উত্তর ভাদিয়ালি গ্রামের নূর ইসলামের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর-উল-গিয়াস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উপস্থিত জনসাধারণের সামনে ওই যুবকের দেহ তল্লাশি করে ওই রূপা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রূপার দাম আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।