এসভি ডেস্ক: কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদে ২০১৯-২০ অর্থবছরে বর্ধিত বয়স্ক/বিধবা/অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা গ্রহীতা” উন্মুক্ত যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
রোববার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
‘শেখ হাসিনার দিনবদলে, সমাজসেবা এগিয়ে যাবে’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন।
সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম, সমাজসেবা অফিসের আলহাজ্ব আব্দুস সামাদ, সাবের আলিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। ২ মার্চ, সোমবার উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুরূপ যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন।