নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
রোববার মাধবকাটি বাজারের এই সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সানা।
তার সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে এই অভিযানের কার্যক্রম শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের বিশ্বাস, সদস্য আনোয়ারুল ইসলাম, ইনসাফ আলী মোড়ল এবং আমিনুল ইসলাম বিশ্বাস। সদস্য সংগ্রহ অভিযানের প্রথম দিনে প্রায় অর্ধ শত ব্যক্তি সদস্য পদ গ্রহণ করেন।