শেখ রিজাউল ইসলাম বাবলু: শিশুদের খেলাধূলার বিষয়কে কেন্দ্র করে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার(২৬ ফেব্রুয়ারী) সন্ধায় সাতক্ষীরা সদরের মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূ সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গৃহবধূর নাম আছিয়া খাতুন(৩০)। তিনি সদরের লাবসা ইউনয়নের মাগুরা গ্রামের সেলিম সরদারের স্ত্রী।
গৃহবধূর স্বামী সেলিম হোসেন বলেন, আমার ছেলে আসিফ মিলনের সাথে স্থানীয় আঃ সাত্তারের ছেলে শামীম হোসেনের সাথে খেলা করছিলো। এরপর তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে আমার স্ত্রী সেখানে যাওয়ামাত্র মাগুরা গ্রামের আঃ মজিদের ছেলে আঃ সাত্তার, তার স্ত্রী ফরিদা খাতুন ও মা নুর জাহান আমার স্ত্রীর উপর হামলা করে। আঃ সাত্তার পুরুষ হয়েও আমার স্ত্রীকে তিনি শ্লীতাহানির চেষ্টা করে এবং আমর শিশু ছেলেকেও সে মারপিট করে। পরে মারাত্মক আহতাবস্থায় আমার স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি।
আঃ সাত্তারের স্ত্রী ফরিদা খাতুন হামলার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, সামান্য কথাকাটাকাটির বিষয়কে কেন্দ্র করে এমন ঘটনা ঘটবে তা আমরা বুঝতে পারিনি।
কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।