এসভি ডেস্ক: সাতক্ষীরায় দুই দিন ব্যাপি তথ্য মেলায় সর্বোচ্চ তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল প্রথম স্থান অর্জন করেছে।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারী) থেকে শুরু হওয়া দুইদিন ব্যাপি তথ্য মেলার শেষ দিনে বুধবার বিকালে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
বিআরটিএ সাতক্ষীরা সার্কেল সর্বোচ্চ তথ্য প্রদানকারী হিসেবে প্রথম স্থানের পুরস্কারের ত্রুেষ্ট বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এ এস এম ওয়াজেদ হোসেনের হাতে প্রদান করেন সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকাত।