জহুর হাসান সাগর, তালা: ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবা।সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বাবা ও ছেলের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে গ্রামের বাড়ি সেনপুরে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, পাটকেলঘাটা থানার কাশিপুর দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আবু মুছা (৪৮) বুধবার সন্ধ্যায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের মৃত্যুর খবরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে পিতা কেরামত আলী (৮০) মৃত্যুবরণ করেন।
কাশিপুর দাখিল মাদরাসার সুপার শেখ আব্দুল মমিন জানান, শিক্ষকের মৃত্যুতে মাদরাসায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।