কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে।
গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা বাগেরহাট ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি (তালা-কলারোয়া) সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। মেলায় ২২ টি স্টলের সমন্বয়ে কৃষি প্রযুক্তির বিভিন্ন প্রদর্শনী চিত্র প্রকাশ করা হয়েছে।
কৃষি উপসহকারী তাপস কুমার রায়ের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু নাসের, কৃষিবিদ কৃষি কর্মকর্তা মহসিন আলী, সমবায় অফিসার নওশের আলী, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন।
আলোচনা সভা শেষে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন ।
তিন দিনব্যাপী এ কৃষি মেলা প্রদর্শনীর কর্মসূচিতে ২য় দিনে মেলায় প্রযুক্তি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাপনীতে পুরস্কার বিতরণ করা হবে বলে কর্মসূচিতে জানানো হয়।