দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অভিযোগের শুনানী ও নিষ্পত্তি করেছে তথ্য কমিশন।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় রাজধানীর আগারগাও তথ্য কমিশনের কার্যালয় থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরার দেবহাটা উপজেলা ও লক্ষীপুরের সদর উপজেলার পৃথক দুটি অভিযোগের শুনানী ও নিষ্পত্তির মাধ্যমে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে গৃহীত উদ্যোগটি বাস্তবায়িত হয়।
শুনানীকালে তথ্য কমিশনের কার্যালয় থেকে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ ও তথ্য কমিশনার আব্দুল মালেক সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সিং-এ যুক্ত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এসময় দায়েরকৃত অভিযোগের বাদী শাহজান সিরাজী ও বিবাদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক ভিডিও কনফারেন্সিং-এ শুনানীতে অভিযোগের প্রেক্ষিতে স্ব স্ব বক্তব্য উপস্থাপন করেন।
শুনানী শেষে দায়েকৃত অভিযোগটি নিষ্পত্তি করা হয়। তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামানিক স্বাক্ষরিত এক প্রেস বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।