এসভি ডেস্ক: সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরের রাজারবাগান সরকারি কলেজ রোডে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম শিমুল হোসেন। সে কাটিয়া সরকার পাড়া এলাকার এমাদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কলেজ রোডের আরএফএল প্লাষ্টিক সামগ্রীর শোরুম সংলগ্ন রাস্তা পার হয়ে তার মায়ের কাছে যাচ্ছিলো। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।