দেবহাটা প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবসের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবহাটা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদীতে দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন ও সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ বেদিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
এসময় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান, সাধারন সম্পাদক সজল হোসেন, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল হোসেন, সাধারন সম্পাদক মহররম হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জারিফুল ইসলাম, সাধারন সম্পাদক রাজু, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন, সরকারি কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি মিঠু, সাধারন সম্পাদক মিজানুর রহমান, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছানউল্লা কল্লোল সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।