এসভি ডেস্ক: চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরের কুশখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
যুবকের নাম মমিনুর রহমান মামুন(২৫)। তিনি উত্তর কুশখালী গ্রামের আনারুল গাজীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, কুশখালী সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কুশখালী সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় ৪ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোবাইল ফোনসহ ওই যুবককে আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৪১ হাজার ২০০ টাকা।
সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে।