April 10, 2021, 2:32 pm
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ শিলা সাহা (৩৮) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ।
আটককৃত শিলা সাহা কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের সাধন সাহার স্ত্রী।
মঙ্গলবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই আসিফ মাহমুদ, এএসআই রশিদুল ইসলাম ও কনষ্টেবল জিয়াউর রহমান উপজেলার কুলিয়া আশুমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে আটক করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।
All rights reserved © Satkhira Vision