এসভি ডেস্ক: শ্যামনগর বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীসহ ১৯ জনকে বিভিন্ন অংকের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালান।
এ সময় তিনি ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ৪ (২) ধারা মোতাবেক একজনকে দুইশ টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা মোতাবেক দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা ও দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ১৬ জনকে তিন হাজার ১০০ টাকা জরিমানা করেন।