দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কৃষি উদ্যোক্তা ও উৎপাদক দলের সাথে মার্কেট এ্যক্টরদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন আশাশুনি এপির ইনহেল্ডার প্রকল্পের আয়োজনে উপজেলা বিআরডিবি হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইনহেল্ডার প্রকল্পের প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ সহকারী কৃষি অফিসার মোস্তাক আহমেদ। এসময় ইনহেল্ডার প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার পল হাজরা, সিনজেনটা কোম্পানীর সুপারভাইজার খলিলুর রহমান, ফ্যাসিলিটেটর ইমরান হোসেন, রাকিব হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন স্থান থেকে কৃষক ও বিক্রেতারা অংশগ্রহণ করেন।