এসভি ডেস্ক: আত্মমানবতার সেবায় নিয়োজিত অনলাইন ফোরামের কেন্দ্রীয় প্রীতি সম্মেলন শুক্রবার সাতক্ষীরা মোজাফফর গার্ডেন এন্ড রির্সোট সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা।
অনলাইন ফোরামের উপদেষ্টা গাজী আব্দুর রউফের উপস্থপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন, স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইদুজ্জামান জিকো, আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক লাভলু, সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার সুপার অধ্যক্ষ রুহুল আমীন, সাংবাদিক আবু সাইদ বিশ্বাস।
অনুষ্ঠানে ঢাকা থেকে আগত অনলাইন ফোরামের সিনিয়র সহ সভাপতি এম এ আশরাফ, নোয়াখালী থেকে আগত মোঃ ইয়াকুব, এম এ খালিদ, বগুড়া থেকে আগত আবু তৈয়ব, দিনাজপুর থেকে আগত জাকিরুল ইসলামসহ বিভিন্ন ব্যক্তি বর্গ বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে সন্ধায় অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ২০১৭ সালে সংগঠনটির যাত্রার পর সমাজে অসহায় দারিদ্র জনগোষ্ঠীর মাঝে সেবামূলক কাজ করে যাচ্ছেন। রহিঙ্গাদের মাঝে সাহায্য সহযোগীতা, উত্তর অঞ্চলে শীতার্থ ও বন্যা দূর্গতদের মাঝে সংগঠনটির পক্ষ আর্থিক অনুদান দিয়ে যাচ্ছে।