Spread the love

এসভি ডেস্ক: ক্লাসের দাবিতে সাতক্ষীরা-যশোর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী) সকাল ১১ হতে ৩ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধের পর সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাকছুদুর রহমান সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ভিডিও…………….

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, বর্তমানে পলিটেকনিকে দুটি শিফট চলে। দ্বিতীয় শিফটে ক্লাস নেওয়ার জন্য শিক্ষকদের ২০০৯ সালেল বেতন স্কেলের ৫০% ভাতা দেওয়া হয়। শিক্ষকরা ২০১৫ সালের স্কেল অনুযায়ী ভাতার দাবিতে গত ১ ফেব্রুয়ারি থেকে শিক্ষকরা সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের ক্লাস নেওয়া বন্ধ করে দেন। ফলে সংকটের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা ক্লাস করতে না পেরে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

প্রসঙ্গত, দ্বিতীয় শিফটে ক্লাস নেওয়ার জন্য ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ভাতার দাবিতে সারাদেশের পলিটেকনিকে কর্মরত শিক্ষকরা কর্মবিরতি পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *