জহর হাসান সাগর তালা: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্বভার গ্রহন করেছেন ডা: রাজিব সরদার।
সম্প্রতি স্বাস্থ্য পরিচালক প্রশাসন স্বাস্থ্য আধিদপ্তর মহাখালী কর্তৃক স্বারিত পরিপত্রে ডা: রাজিব সরদারকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার তিনি দায়িত্বভার গ্রহন করছেন বলে জানা গেছে ।
ডা: রাজিব সরদার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৃত রনজিত কুমার সরদারের পুত্র। তিনি ২০১৪ সালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার হিসেবে যোগদান করেন। এরপর তিনি ১ মাসের জন্য অনত্র বদলী হয়ে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন এবং অদ্যবদি কর্মরত আছেন।
এ বিষয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজিব সরদার বলেন, আমি হাসপাতালটিকে স্বচ্ছ ও জবাবদিহিতামূক আধুনিক হাসপাতাল গড়তে চায়। সম্পূর্ণ দূণীতির উর্দ্ধে থেকে জনগনকে সেবা দিতে চায়। হাসপাতালে সকলে যাতে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে সেই ব্যবস্থা গ্রহন করবো। কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা।