April 14, 2021, 7:55 am
এসভি ডেস্ক: সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে গ্রাহকরা সঠিক সময়ে পাসপোর্ট ডেলিভারি না দেওয়ার বিষয় ব্যাখ্যা করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে আকস্মিকভাবে পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন।
এ সময় জেলা প্রশাসক গ্রাহকদের সাথে কথা বলেন এবং গ্রাহকরা সময় মতো পাসপোর্ট ডেলিভারি না পাওয়ার কারণ সহকারী পরিচালকের কাছে জানতে চান। সহকারী পরিচালক প্রতিউত্তরে জানান ৪ থেকে ৫ মাস ধরে সময়মতো পাসপোর্ট প্রিন্ট হয়ে না আসায় গ্রাহকদের পাসপোর্ট পেতে দেরি হচ্ছে।
বিষয়টি সম্পর্কে অবগত হয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে এই বিষয়ের আলোকে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
All rights reserved © Satkhira Vision