কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলের মাতা জবেদা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার।
জবেদা বেগম কলারোয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড মির্জাপুর গ্রামের মরহুম মুছা আলি শেখের সহধর্মিণী। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মির্জাপুর দক্ষিণপাড়া বায়তুল আমান জামে মসজিদে শুক্রবার পবিত্র জুম্মা নামাজের পর তাঁর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
আত্মীয়, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মায়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন প্রধান শিক্ষক সাংবাদিক কামরুল হাসানসহ মেজ ছেলে আমান উল্লাহ আমান এবং বড় পুত্রবধূ সুলতানা মনিরা।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ জানুয়ারি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বৎসর বয়সে জবেদা বেগম ইন্তেকাল করেন।