April 14, 2021, 8:44 am
এসভি ডেস্ক: আমেরিকান ডলার, বেশ কিছু অ্যান্ড্রয়েড মোবাইল ও ভারতীয় ইমিটেশনসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
আজ বুধবার সকালে ভোমরা সিএনজি স্ট্যান্ড হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের বজ্রবাকশা গ্রামের আব্দুল গণি(৬৫) ও ফরিদপুর জেলার দক্ষিণ আলমনগরের হারুন অর রশিদের স্ত্রী কল্পনা বেগম(৪৫)।
ভোমরা বিওপি’র টহল কমান্ডার সুবেদার হারুন অর রশিদ জানান, ভোমরা সিএনজি স্ট্যান্ড হতে ২১ হাজার ৮০০ আমেরিকান ডলার (বাংলাদেশি ১৮ লক্ষ ৪৭ হাজার ৩৩২ টাকা) ২৯টি এ্যান্ড্রয়েড মোবাইল সেট, ইমিটেশন ও বিভিন্ন প্রকার ভারতীয় কস্মেটিকস সামগ্রীসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
All rights reserved © Satkhira Vision