নিজস্ব প্রতিনিধি: ১৫ বোতল ফেন্সিডিলসহ ২ যুবককে আটক সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
সোমবার(২৭ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরার লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, ভোমরার লক্ষীদাড়ি গ্রামের লোকমান মোড়লের ছেলে সাইদুল ইসলাম( ২৫) ও কুলিয়ার মৃত রজব আলীর ছেলে হাসান আলী(৩০)।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।