রবিউল ইসলাম, শ্যামনগর: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগরের কাশিমাড়ীতে অসহায়, দুঃস্থ-হতদরিদ্র ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শ্যামনগরের স্বনামধন্য সমাজকল্যাণ মুলক প্রতিষ্ঠান আবু জাফর সরদার ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সাবেক সভাপতি, গোপালগন্জের কৃতি সন্তান শ্যামনগরের পুত্রবধূ মাসুদা খানম মেধার পৃষ্ঠপোষকতায় এবং উক্ত ফাউন্ডেশনের বাস্তবায়নে শনিবার (২৫জানুয়ারী) বিকাল ৩টায় উপজেলার জয়নগরে ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয় থেকে এ কম্বল বিতরণ করা হয়।
আবু জাফর সরদার ফাউন্ডেশনের সভাপতি ঠিকাদার এস.এম আবুল বাসারের সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী আকতার ফারুক, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম, নারী নেত্রী সাজিদা বেগম প্রমুখ।
এসময় অত্র এলাকার শতাধিক অসহায় দুস্থ ও শীতার্ত ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।