এসভি ডেস্ক: সাতক্ষীরার তালার লালচন্দ্রপুর এলাকায় বাবার উপর অভিমান করে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্কুলছাত্রীর নাম রুপা খাতুন(১৫)। তিনি লালচন্দ্রপুর গ্রামের রেজাউল গাজীর মেয়ে ও পাটকেলঘাটা আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোর্শেদ বলেন, স্কুল থেকে দ্রুত বাড়ি চলে আসার কারণে তার বাবা বকাবকি করে। এরপর বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।