Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজার থেকে ভূয়া চক্ষু বিশেষজ্ঞকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আটকের এ ঘটনা ঘটে।

আটক ভূয়া চক্ষু বিশেষজ্ঞের নাম আব্দুল মালেক(৫৫)। তিনি শহরের মধুমল্লারডাঙ্গী এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, এক বছর ধরে ঝাউডাঙ্গা বাজারে ঝাউডাঙ্গা ফার্মেসী নামে একটি চেম্বার খুলে রোগী দেখা শুরু করেন আব্দুল মালেক। রোগী প্রতি চিকিৎসা ফি নেন ২০০ টাকা। নিজেকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে মাসখানেক আগে মাইকিং করেন তিনি। অতঃপর আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গ্রামবাসী একত্রিত হয়ে চেম্বারে গিয়ে তার কাগজপত্র দেখতে চাইলে আব্দুল মালেক চিকিৎসার সনদপত্রসহ কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

এ সময় গ্রামবাসীর রোষানলে পড়ে আব্দুল মালেক নিজে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন বলে স্বীকার করেন এবং ভারতে গিয়ে আয়ুর্বেদিক চিকিৎসার উপর প্রশিক্ষণ নিয়েছেন বলে জানান। কিন্তু তারও কোন কাগজপত্র তিনি দেখাতে পারেনি। পরে সদর থানার এসআই মানিক তাকে আটক করে থানায় নিয়ে যান।

ঘটনার বিষয়ে সদর থানা পুলিশের এসআই মানিক বলেন, আব্দুল মালেক ভারতে লেখাপড়া করেছে বলে জানিয়েছেন। আয়ুর্বেদিক চিকিৎসার উপর ভারতীয় একটি সার্টিফিকেট রয়েছে তার।সেটিও সঠিক কিনা যাচাই করা হয়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *