এস এম আবু রায়হান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি ফুটবল মাঠে হাজার হাজার দর্শকের উত্তেজনাপূর্ণ ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পাঁপড়ী এগ্রো লিমিটেড’র চেয়ারম্যান মাসুদুর রহমান এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে পঞ্চগ্রাম যুব সমিতি ও মাধবকাটি বাজার কমিটি’র আয়োজনে ও পাঁপড়ী এগ্রো লিমিটেডের সৌজন্যে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলায় কয়লা প্রগতি সংঘ ফুটবল একাদশ ও খুলনা শেফা স্পোর্টিং ক্লাব একাদশকে ১–০ গোলে পরাজিত করে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানা, বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব ঘোষ, মাধবকাটি বাজার কমিটি’র সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর লিটু,যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, মাধবকাটি পিজেএস ক্লাবের পুলিশ সদস্য মো. সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ মুজিবুর রহমান, সাংবাদিক ইয়ারব হোসেন, আল-মামুন সহ এলাকার নবীন ও প্রবীন ফুটবলারবৃন্দ।
খেলা শেষে অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন দলকে নগদ ১৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১০ হাজার টাকা সহ গোল্ডকাপ পুরস্কার তুলে দেন। এসময় খেলায় ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন বিজয়ী দলের মারুফ হোসেন।
সমগ্র খেলাটি পরিচালনা করেন ম্যাচ রেফারী এ. কে. আজাদ কাকন সহযোগি মনিরুজ্জামান ও বাবর আলী। খেলায় ধারাভাষ্য ছিলেন ইকবাল হাসান ও অজয় কুমার।