Spread the love

এস এম আবু রায়হান: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের এল্লারচর আবাসন মাঠে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে কমিউনিটি মোবিলাইজেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ব্র্যাকের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নয়নতারা কমিউনিটি লিড সোস্যালাইজেশন সেন্টার পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল জব্বার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন, ব্র্যাকের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এএসকে অাশরাফ, মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি সুলতানা রাজিয়া, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম, সাংবাদিক জি.এম আবুল হোসাইন, এনসিটিএফ প্রতিনিধি মো. রাইসুল ইসলাম সহ প্রায় সাড়ে ৪শত এলাকাবাসি।

শিশুর যৌন হয়রানী, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা প্রভৃতি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে জারিগান ও ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। প্রতিটি ভিডিও প্রদর্শন শেষে শিক্ষণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জমান টিটু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *