মোঃ আব্দুর রহমান( রাসেল)
শীত তুমি —
এসেছো হাড়ে কাপুনি দিয়ে,
মনে হয় তুমি স্বর্গে যাবে সকলকে নিয়ে।
শীত তুমি —
এনেছো ডেকে ভিন দেশি পাখি,
মনে হয় তাদের নয়ন ভরে দেখি।
শীত তুমি —
দিয়েছো ভরে খেজুর রসের হাড়ি,
তাইতো এখন খেজুরের রস সবার বাড়ি বাড়।
শীত তুমি —
ফেলেছো মেরে গাছের সবুজ পাতা,
মরছে তারা যাদের নেই লেপ ও কাঁথা
শীত তুমি —
কুয়াশা দিয়ে দিচ্ছে ঢেকে ধরা,
ভয়ে মনের মধ্যে জাগে বৈশাখের খরা,
শীত তুমি –
দিয়েছো ভেঙে, কৃষক-জেলের ঘুম,
সকাল সন্ধ্যা দেখি শুধু আগুন পোহানোর ধুম।
শীত তুমি –
ফিরে যাও তোমার আপন দেশে,
খোদার কাছে এটি সবার প্রার্থনা শেষে।