নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদরের ঘোনায় মানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ও মঞ্জুরুল আলম বাপ্পীর সার্বিক তত্বাবধানে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে ঘোনা বাজারে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের মেম্বর স্বপন পরমানিক, সাবেক মেম্বর বকুল হায়দার, কুশখালী উন্নয়ন সংঘের সভাপতি সাংবাদিক জাহিদ হোসাইন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, খোকন কারিগর, আব্দুস সবুর, কাজী ইমরান, রাজিব হোসেন, আব্দুল আলীম, রায়হান কবির, মিনার হোসেন, রিপনসহ সাতক্ষীরা থানা ও বিশেষ শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ সময় ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়।