নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বাঁশদহার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর সাবিনা ইয়াসমিনকে বেধড়ক মারপিট ও লাঞ্ছিতের ঘটনায় ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেনসহ ৪ জনের মামলা হয়েছে। ওই ঘটনায় মিঠু নামের একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাতে মহিলা মেম্বর সাবিনা ইয়াসমিন বাদী হয়ে সাতক্ষীরা থানায় মামলাটি দায়ের করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার চেয়ারম্যান মোশাররফ হোসেন ইউনিয়ন পরিষদে সাধারণ সভার আহবান করেন। সভায় হাজির হওয়ার সাথে সাথেই চেয়ারম্যান উপস্থিত সদস্যদের গালি দিতে শুরু করেন এবং ইউপি সদস্যদের কাছে থাকা মোবাইল চেয়ারম্যান ও তার সহযোগীরা ছিনিয়ে নেয়।
তারপর ইউপি চেয়ারম্যান ও তার গুন্ডাবাহিনী ইট দিয়ে মহিলা মেম্বর সাবিনা ইয়াসমিনকে এলোপাতাড়ি আঘাত করেন। মহিলা সদস্য সামিনা ইয়াসমিন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্য মেম্বররা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন।
সাতক্ষীরা থানার এসআই শ্যামা প্রসাদ বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে এবং এক আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।