নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক কাজী আসাদুজ্জামান শাহাজাদাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কলারোয়া থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। এজন্য সদর সার্কেল মির্জা সালাউদ্দীনের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
জানা যায়, যুবলীগ নেতা শাহজাদার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, চেক জালিয়াতিসহ নানা অভিযোগ রয়েছে। তার ত্রাসে অতিষ্ট কলারোয়ার আপামোর জনসাধারণ।