Spread the love

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

আজ সোমবার সকাল ৯ টায় প্রয়াত নেতার মহৎপুর (সরকারি) কবরস্থানে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। কালিগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ।

পরে বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সিনিঃ সহ-সভাপতি সাঈদ মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক ডি.এম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কাজী মাহমুদুল আলম, ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল-মামুন সরদার, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনন্দকুমার দে, ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ, উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুল হক সাজু, আওয়ামীলীগ নেতা সামসুল হুদা কবীর খোকন, মাহবুবুর রহমান সুমন, আ‘লীগ নেতা শহীদুল ইসলাম, উপজেলা ছাত্র ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, সাধারন সম্পাদক শেখ শাহারিয়ার হোসেন সহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী।

পরবর্তিতে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহৎপুর রওজাতুল জান্নাত ক্বারীয়ানা, হাফিজীয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওঃ গোলাম মোস্তফা।

উল্লেখ্য যে, ২০১৮ সালের ১৩ জানুয়ারী সন্ধ্যায় তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *