মিজানুর রহমান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন লক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঘোষিত ৪৫৮ দিনের কর্মসূচির চতুর্থ দিনে শ্যমনগর উপজেলায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপজেলা সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফুরের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক এস এম আব্দুর সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক কুমুদ রজ্ঞন গাইন। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উপজেলা শাখার সহ-সভাপতি শাহিনুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক বাবলু গাজি, সাংগঠনিক সম্পাদক শাহজান সরদার সাজু প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।