মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে রাজু(২৩) ও আছিয়া পারভীন সৃতি(১৮) নামের দুইজন গুরুত্বর আহত হয়েছেন।
সৃতি উপুুুজেলার দক্ষীণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আহাদুল গাজির মেয়ে ও রাজু মথুরেশপুর ইউনিয়নের উজয়মারি গ্রামের মুনছুর গাজির ছেলে।
সরেজমিনে জানা যায়, ২ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় কালিগঞ্জ-শ্যামনগর মহাষড়কের কাটাখালী নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সুত্রে জানাযায়, আহতরা দুইজন মামাতো ফুপাতো ভাই-বোন তারা মোবাইলে ফ্লাক্সিলোড দেওয়ার উদ্দেশ্যে মটর সাইকেল যোগে পিরোজপুর মোড়ে আসছিলো। কাটাখালি নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে ধেয়ে আসা দ্রুতগামী একটি বালুবাহী ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। যার নং যশোর ট-১১-২৬৬০।
স্থানিয়রা আহতদেরকে উদ্ধার করে কালিগঞ্জ ফায়ারসার্ভিসের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।