মাসুদ পারভেজ, কালিগঞ্জ: বৃহস্পতিবার ২ জানুয়ারী বেলা ১১টায় উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুলিয়াদূর্গাপুর গ্রামের মাহমুদা খাতুনের গৃহ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল।
কালিগঞ্জে ২০১৯-২০ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় গৃহহীনদের বাসগৃহ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান ও উপসহকারী প্রকৌশলী আশরাফুল হাসান, সাংবাদিক সাজেদুল হক সাজু, আতিকুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের বাসগৃহ নির্মাণের ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা বাস্তবায়নে এই গৃহ নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। উপজেলায় ৭৪ লক্ষ ৯৬ হাজার ৫শত টাকা ব্যয়ে ২৫টি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে।
চলতি মাসের মধ্যেই ঘরের নির্মাণ কাজ শেষ হবে। ঘর নির্মাণের ফলে দারিদ্র বিমোচনে ইতিবাচক পরিবেশ সৃষ্টি, দুর্যোগে ঝুঁকি হ্রাসকল্পে গৃহহীন পরিবারের জন্য টেকসই গৃহ নির্মাণ, দরিদ্র জনগোষ্ঠির জীবন যাত্রার মান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম সম্প্রসারণ, নারী শিশু ও প্রতিবন্ধিদের নিরাপত্তা নিশ্চিত করণ, গ্রাম এলাকায় শহরের সুবিদা প্রদানসহ (এসডিজির) লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।