নিজস্ব প্রতিনিধি: সারা দেশের ন্যায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নতুন বছরের শুরুতে নতুন পাঠ্য বই উৎসবের আলোকে এবং সমাজ কল্যান মন্ত্রণালয়ের প্রতিবন্ধীতা সম্পর্কিত নীতিমালা ২০১৯ এর পরিপ্রেক্ষিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষ থেকে মনোনীত প্রতিনিধি হিসাবে উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন বুধবার দুপুর ১২ টায় স্কুলটি পরিদর্শন করেন।
এছাড়াও তিনি শহীদ মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ করেন। পাঠ্য বই বিতরণ অনুষ্ঠানে দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা সমাজ সেবা অফিসার অধির কুমার গাইন।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারন সম্পাদক রাশিদুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা রিয়াজুল ইসলাম সহ স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।