April 14, 2021, 8:20 am
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের গদাইপুর জেহের আলী হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আলহাজ্ব লুৎফর রহমান আর নেই।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫বছর। বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার যোহর বাদ গদাইপুর জেহের আলী হাইস্কুল মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।
মৃত্যুকালে তিনি ১পুত্র ৫কন্যা স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
All rights reserved © Satkhira Vision