আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসায় সারা দেশের ন্যায় বই দিবস পালিত হয়েছে।
আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়: আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে বই বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আালিফ রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সরকারী কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নাার্গিস, এস আই পিযূষ কান্তি ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল।
আশাশুনি বালিকা বিদ্যালয়: আশাশুনি বালিকা বিদ্যালয়ে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় স্কুল হলরুমে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ঢালী সামছুল আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার কচি, ম্যানেজিং কমিটির সদস্য খায়রুল আহসান, সিরাজুল ইসলাম, রুহুল আমীন, শিক্ষক অমল কৃষ্ণ সরকার, আবুল ফজল পলাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানপি সঞ্চালনা করেন শিক্ষক আলমগীর আলম।
আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল : আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে বই দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় স্কুল হলরুমে বই বিতরণ পূব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর হায়দার লালু। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার আলী, শিক্ষক জগন্ময় মিস্ত্রী, কাকলী বালা বাইন প্রমুখ।
আশাাশুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়: আশাশুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে স্কুল প্রাঙ্গনে বই বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রধান শিক্ষক নিরাঞ্জন কুমার মন্ডল প্রমুখ।
আশাশুনি আলিয়া মাদ্রাসা : আশাশুনি আলিয়া মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মাদ্রাসা হলরুমে বই বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাাপতি সাবেক চেয়ারম্যান শাহজান আলী। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার ড. আবুল হাসান, শিক্ষক আবুল কালাম আযাদ, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠিনটি সঞ্চালনা করেন শিক্ষক মুজাহিদুর রহমান।
ইসলামী ফাউন্ডেশন: অনুরুপ ভাবে উপজেলার কুল্যা দক্ষিনপাড়া জামে মসজিদ ও বুধহাটা পূর্ব পাড়া জামে মসজিদে ইসলামী ফাউন্ডেশনের শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। শিক্ষক মাওঃ আবুল কালাম আযাদ ও সাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাঃ শেখ নুর ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সদস্য শেখ বাদশা, অভিভাবক নাসিরউদ্দীন, রজব আলী, এসমাইল হোসেন প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসায় বই দিবস পালনের খবর পাওয়া গেছে।