এস এম আবু রায়হান: সাতক্ষীরা সদর উপজেলা বলাডাঙ্গায় এতিম,অহসায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে বলাডাঙ্গা তরুণ সংঘের আয়োজনে আসাদ, আবু সাইদ, ওয়াহিদুল ইসলাম, ইভা পারভীন, সাকিব হাসান, আব্দুস সালাম, ওয়াহিদের সহযোগিতায় এতিম, অসহায়, ও প্রতিবন্ধীদের ৫৫ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বলাডাঙ্গা তরুণ সংঘের উপদেষ্টা মাষ্টার মফিজুর রহমান, সভাপতি ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক আবু রায়হান,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসা, যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান জর্জ, কোষাধ্যক্ষ আরফি হোসে, সদস্য সাজিব, শাহিন, দ্বীপ,আরিফ প্রমুখ।