Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

গত ১১ ডিসেম্বর’১৯ উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা জাপার সভাপতি প্রধান অতিথি এবং সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ওই সম্মেলনে রুহুল আমিনকে উপজেলা সভাপতি, ইয়াহিয়া ইকবালকে সাধারণ সম্পাদক এবং আবুল বাশারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রস্তাবিত নাম ঘোষণা করা হয়।

পরবর্তীতে জেলা জাপা সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু স্বাক্ষরিত এক পত্রে আশাশুনি উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে সভাপতি রয়েছেন রুহুল আমিন, সহ-সভাপতি হয়েছেন নুরুল হুদা, আজাদ হোসেন টুটুল, হাজী আবুল কাশেম, সাজ্জাদ হোসেন ও ইয়াছিন হায়দার।

সাধারণ সম্পাদক রয়েছেন ইয়াহিয়া ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুনসুর আলী, গোলাম মোস্তফা।

সাংগঠনিক সম্পাদক রয়েছেন আবুল বাশার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল মান্নান ও মফিজুল ইসলাম। অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন, অর্থ সম্পাদক আব্দুল কাদের, যুগ্ম অর্থ সম্পাদক ফিরোজ খান স্বপন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম দপ্তর সম্পাদক জামিরুল ইসলাম, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন লাল্টু, যুগ্ম প্রচার সম্পাদক রুহুল আমিন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক তুহিন গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ালিদ হোসেন, যুগ্ম সাহিত্য সংস্কৃতি ক্রীড়া সম্পাদক মাহবুব হোসেন, এনজিও বিষয়ক সম্পাদক রেজবিদান সরদার, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমদাদুল হক খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম গাজী, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ সরদার, যুগ্ম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিশ্বনাথ বাছাড়, মহিলা বিষয়ক সম্পাদিকা রেনু বেগম, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা রওশনারা বেগম, যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক ইমদাদুল হক (এমে), সমাজ কল্যান সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সমাজ কল্যান সম্পাদক ওয়াজেদ আলী, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সম্পাদক শহীদ মোল্যা, যুগ্ম স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সম্পাদক মোসলেম আলী, সমবায় সম্পাদক রাজিব হোসেন, যুগ্ম সমবায় সম্পাদক হোসেন গাজী, আইন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক আব্দুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান।

এছাড়া ২৫ জনকে সদস্য করে মোট ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। পূর্নাঙ্গ কমিটি বিষয়ে উপজেলা জাপার সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল বলেন, সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণার পর জেলা নের্তৃবৃন্দ ওই পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *