April 11, 2021, 1:09 am
এসভি ডেস্ক: দশক ফুরিয়ে যাচ্ছে। এই তো কয়েক ঘণ্টা বাকি। তবে সামনের কয়েক দশক বিশ্বজুড়ে দাগ এঁকে দিলেন এই দশকের মালালা ইউসুফজাই।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হিসেবে এই পাকিস্তানি তরুণীকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীতে ইতিবাচক ভূমিকা রাখায় তাকে আন্তর্জাতিক স্বীকৃতির শীর্ষে রেখেছে সংস্থাটি। ২৩ ডিসেম্বর প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘ।
এমন স্বীকৃতির পাশাপাশি মিলেছে আরও একটি খবর। ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে বলিউডে নির্মিত মালালার বায়োপিক ‘গুল মাকাই’। এটি পরিচালনা করছেন আমজাদ খান। প্রযোজক সঞ্জয় সিংগ্লা।
ছবিতে মালালার চরিত্রে অভিনয় করেছেন রিম শেখ। আরও আছেন দিব্যা দত্ত, পঙ্কজ ত্রিপাঠী, অতুল কুলকার্নি, মুকেশ ঋষি প্রমুখ।
তালেবানদের রক্তচক্ষু উপেক্ষা করার যে সাহস মালালা দেখিয়েছিলেন, সে কাহিনিই তুলে ধরা হয়েছে এতে।
All rights reserved © Satkhira Vision