শ্যামনগর প্রতিনিধি: কাশিমাড়ীতে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৮দলীয় ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৯ ডিসেম্বর) সন্ধায় কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাবের সভাপতি জাকারিয়া সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ।
এসময় মোঃ নাসিরুদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক এস এম আবুল হোসেন, কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ এসএম আব্দুল হাই, ইউনিয়ন যুবলীগের আহবায়ক খোকন সানা, ৫৭নং জয়নগর সরকারি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রাজগুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক গাজী আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কাশিমাড়ী ইউনিয়ন সভাপতি আসাদুজ্জামান ডাবলু, সহ -সভাপতি মুরাদ হোসেন সুইট প্রমুখ।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদেরকে পুরুস্কৃত করা হয়।