নাজমুল হাসান, দেবহাটা: দেবহাটা উপজেলা ইজিবাইক মালিক সমবায় সমিতি লিঃ এর উদ্দ্যেগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা ইজিবাইক মালিক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে সখিপুর আলিম মাদ্রসা প্রঙ্গনে ইজিবাইক মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আজিজুল হক এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মিলন হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আয়ুব আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ইজিবাইক ও ব্যাটারী ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ রাজিব হাসান, সাধারন সম্পাদক ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা কে,আর ডলপিন ইজিবাইক শোরুমের ম্যানেজার গোলাম রহমান, মার্কেটিং অফিসার লিটন, সাতক্ষীরা নিউ অটো হাডওয়্যারের পরিচালক আমানউল্লা আমান।
এসময় অনান্যদের মধ্য উপস্থিত ছিলেন, দেবহাটা ইজিবাইক সমবায় সমিতির সিনিয়র সহ-সভাপতি উজ্বল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক রহমত আলী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, লাইন সম্পাদক আব্দুল কাদের, কোষাধ্যক্ষ আব্দুস সত্তার, দপ্তর সম্পাদক আমিনুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল রাজ্জাকসহ সকল ইজি বাইক সমিতির নেতৃবৃন্দ।
এসময় ইজি বাইক মালিক সমিতির নেতৃবৃন্দরা বলেন, দেবহাটায় আমরা প্রায় বর্তমানে ২৭০ জনের মত ইজিবাইক চালক আছি। আমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবে একযোগে দেবহাটা উপজেলার সাধারন মানুষের যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নের লক্ষে সর্বদা সেবা দিয়ে যাবো।
এছাড়া আমাদের ইজি বাইক সমিতির চালক যদি দূর্ঘটনা কবলিত হয় তবে দেবহাটা উপজেলা ইজিবাইক মালিক সমবায় সমিতি লিঃ সর্বদা তার পরিবারের পাশে থাকবে এবং সকল সহযোগিতা করবে। তাছাড়া দেবহাটা ইজি বাইক সমবায় সমিতি আগামী দিনে কিভাবে অগ্রসর হবে সেই সমস্ত বিষয়ে নানা ধরনের আলোচনা করেন।