আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সেফটি নেট নীতিমালা বাস্তবায়নে সমস্যা ও সুপারিশ গ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে সেফটি নেট নীতিমালা বাস্তবায়নে সমস্যা ও সুপারিশ গ্রহণ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন ভূমি কমিটির সভপতি রফিকুল ইসলাম মোল্যা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষক শেখ তাইজুল আজম, প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, ঢালী শামছুল আলম, ইয়াহিয়া ইকবল, সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, এম এম সাহেব আলী, প্যানেল চেয়ারম্যান শাহিনুর আলম শাহীন প্রমুখ। সভায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।