মাসুদ পারভেজ, কালিগঞ্জ: উত্তর কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক বাবু পরিমল কুমার ঘোষ এর সভাপতিত্বে ফলাফল প্রকাশের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এস এমসি সভাপতি প্রদীপ কুমার দে, সাবেক সভাপতি আব্দুল হামিদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিশিষ্ট সমাজ সেবক শেখ আব্দুল গফুর, সাবেক শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আয়ুব আলী, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিদ্যালয়ের এসএমসি সদস্য সাজেদুর রহমান, অনিমা ঘোষ, আনজুয়ারা খানম।
অনুষ্ঠানে বছরে এক দিনও নৈমিত্তিক ছুটি ভোগ না করায় অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও শিক্ষিকা সম্পারাণী মল্লিককে স্কুলের পক্ষ থেকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাসক রামপ্রসাধ ঘোষ।