April 14, 2021, 7:17 am
নিজস্ব প্রতিনিধি: ৩৪ পিস কচ্ছপসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার তালার খলিষখালি ইউনিয়নের দলুয়া বাজার হতে তাদেরকে আটক করা হয়।
আটক দুই কচ্ছপ ব্যবসায়ীরা হলেন, খলিষখালি ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত পঞ্চানন সরকারের ছেলে প্রশান্ত সরকার(৫২) ও একই ইউনিয়নের দুর্বডাঙ্গা গ্রামের পদ মল্লিকের ছেলে উত্তম মহলদার(৫১)।
র্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা কোম্পানী অধিনায়ক শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই বস্তায় থাকা ৩৪টি কচ্ছপসহ ২ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় পাঠানো হয়েছে।
All rights reserved © Satkhira Vision