এস এম আবু রায়হান: শিশু অধিকার সনদের ৩০বছর পূর্তি উপলক্ষে জেলা শিশু বিষয়ক শিশু সংলাপ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা এনসিটিএফ এর আয়োজনে এবং জেলা শিশু একাডেমি, সদর উপজেলা প্রশাসন ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় শিশু সংলাপ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা জেলা এনসিটিএফ এর সভাপতি পূজা দাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিসের ডেপুটি ম্যানেজার ও অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, খুলনা জেলা এনসিটিএফ ভলান্টিয়ার দীপ দে, সাতক্ষীরা জেলা এনসিটিএফ ভলান্টিয়ার রাইসুল ইসলাম প্রমুখ।
সেভ দ্য চিলড্রেন’র আয়োজনে ‘কেমন বাংলাদেশ দেখতে চায় আমাদের শিশুরা’ বিষয়ক সেল্ফি ভিডিও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র শিশু ফোরামের সদস্য মো. মাসুদ রানা।