কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টায় বিদ্যালয় চত্তরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম আব্দুল গফফারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ।
বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা গুলশান আরা এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জজকোর্টের এপিপি এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এম শামছুর রহমান, ইঞ্জিনিয়ার শামিম আল মামুন, অত্র বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক আলহাজ্ব আব্দুল আহাদ, বিশিষ্ট আইনজীবি সিরাজুল ইসলাম ও ধলবাড়িয়া ইউপির সদস্যা আমেনা খাতুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষিকা রেহানা পারভীন, অভিভাবক সুফিয়া খাতুন, ৫ম শ্রেনীর ছাত্রী কয়েলী মল্লীক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ১৮ নম্বর ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুল ইসলাম
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, মোঃ রফিকুল ইসলাম, কায়য়ুম হোসেনসহ শিক্ষক মন্ডলী, অভিভাবক, এস এম সি সদস্যবৃন্দ, সূধী ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়।