April 11, 2021, 12:38 am
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দলে কৃষক মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল মাঠে এ মেলার আয়োজন করা হয়।
মেলার শুরুতে কৃষকদের নিয়ে একটি র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা স্থলে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি পণ্য এসোসিয়েশনের সভাপতি রুহুল কুদ্দুছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রগতি শিল্প গোষ্ঠির সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন এবং কৃষি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
All rights reserved © Satkhira Vision