আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বের কার্য সহকারীদের নিয়ে সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। ৫ম পর্বের বিআরডিবিতে সংযুক্ত কার্য সহকারীদের নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিও বিশ্বজিৎ ঘোষ।
প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরী কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী মীর আলিফ রেজা। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান। মোঃ মুজাহিদ এর সঞ্চালনায় সভায় কার্য সহকারীদের মধ্যে এস এম হাসান ও মিতালী চক্রবর্তী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। সভা শেষে কার্য সহকারীবৃন্দ উপজেলা চেয়ারম্যানের বাস ভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।